2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কংগ্রেসিদের উপর দূর্বৃত্তের হামলা প্রতিবাদে রাস্তা অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালনের অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা। বহু স্থানে ভাঙচুর, মারধর প্রতিবাদে রাস্তা অবরোধের কংগ্রেস। ইন্দিরা গান্ধীর প্রয়ান দিবসের বিকেলে রাজধানীর ইন্দ্রনগর কালী বাড়ির সামনে কংগ্রেস পার্টি অফিস সহ জিবি হাসপাতালের গেটের সামনে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করেছে দুর্বৃত্তরা। কংগ্রেস দলের অভিযোগ বিজেপি বাইক বাহিনীর দুষ্কৃতিকারীরা এ আক্রমণ করেছে। আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি মহিলারা। মহিলাদের উপর আক্রমণের পাশাপাশি বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ।প্রতিবাদে রাস্তা অবরোধ এ বসেছেন স্থানীয় মানুষ। এ নিয়ে উত্তপ্ত ইন্দ্রনগর এলাকার। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয় ততক্ষণ পর্যন্ত চলবে রাস্তা অবরোধ। ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা আশিস সাহা বলেন গোটা রাজ্যে আজকের দিনে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। উদয়পুর থেকে আগরতলা বিভিন্ন স্থান থেকে খবর আসছে আক্রমণের। এ ধরনের ঘটনার ধিক্কার জানাচ্ছে কংগ্রেস। 20 23 বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততোই ক্ষিপ্ত হয়ে উঠছে রাজনৈতিক দলগুলি। একদিকে ক্ষমতায় আসার চেষ্টা অন্যদিকে ক্ষমতা ধরে রাখার মরিয়া প্রয়াস। দুইয়ের যাঁতাকলে পড়ে না বিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বুদ্ধিজীবী অংশের মানুষরারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service