2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানীতে সংঘটিত হলো ছট পূজার পুণ্যস্নান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছট পূজা উপলক্ষে আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার রানীর পুকুরে একত্রিত হয়েছিলেন মহিলারা। জলে নেমে সূর্য দেবতার উদ্দেশ্যে আরতির পাশাপাশি পুন্যস্নানও করেন তারা। বিহার, ঝাড়খন্ড ,উত্তরপ্রদেশ সহ সমগ্র উত্তর ভারত ও নেপালে এই পূজার প্রচলন রয়েছে। মূলত আগরতলায় বসবাসকারী সে সমস্ত রাজ্যের মানুষেরাই পারিবারিক সুখ সমবৃদ্ধির আশায় এই পূজা করে থাকেন। ৩৬ ঘন্টা যাবৎ উপবাসের পর মহিলারা পুণ্যস্নান ও আরতিতে অংশ নেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service