2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মানিক সরকার আয়নার নিজের মুখ দেখুন :সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের কয়েকটি রাজ্যের মতো সরকারি চাকরির ক্ষেত্রে ক্রীড়াবিদদের অগ্রধিকার দেওয়ার চিন্তা করছে রাজ্য সরকার। মহাকরণে সংবাদিক সম্মেলন করে এই তথ্য দিলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী।তাছাড়া ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে সদ্য আবেদন গ্রহণ করা জুনিয়ার পি.আই-দের। ]রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর গুলিতে কি কাজ হচ্ছে ? আগামীর কি পরিকল্পনা রয়েছে ?এসব বিষয়ে জনসাধারণকে অবগত করতে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সাংবাদিক সম্মেলনে মিলিত হচ্ছেন কিছুদিন যাবৎ। শুক্রবার মহাকারনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের খেলাধুলার মান উন্নয়ানে কোথায় কি কর্মযজ্ঞ চলছে তা তুলে ধরার পাশাপাশি মন্ত্রী বলেন রাজস্থান ,মহারাষ্ট্র ,উত্তরপ্রদেশ ,মনিপুর ,অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে ২ থেকে ৪ শতাংশ সংরক্ষণ পাচ্ছেন সে সমস্ত রাজ্যের ক্রীড়াবিদরা।ত্রিপুরার ক্রীড়াবিদরাও যেন এধরনের সুযোগ পেতে পারেন সরকারকে সেই প্রস্তাব দিয়েছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। সাম্প্রতিক ১০০ জন জুনিয়র পি.আই নিয়োগের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে জোর কদমে চলছে আবেদনপত্র গুলির স্ক্রুটিনির কাজ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি। বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরকারের কটাক্ষ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তার জবাবে সুশান্তের পাল্টা জবাব মানিক সরকার আয়নার নিজের মুখ দেখুন। তিনি তুলে ধরেন মানিক সরকারের মুখমন্ত্রীত্ব কালের মন্ত্রী বিমল সিনহা হত্যাকন্ড ,বাম আমলের সদর এসডিএম সুখলাল দেববর্মা হত্যাকান্ড ইত্যাদির উদাহরণ। আগামী মাসের ৪ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে আধুনিক রূপে গড়ে উঠা উমাকান্ত স্টেডিয়ামের। সাংবাদিক সম্মেলনে একথাও জনিয়েছেন সুশান্ত চৌধুরী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service