2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নতুন করে করোনা আক্রান্ত ১৬ জন, রাজ্যে মোট আক্রান্ত ১৪৮

শনিবারের পর রবিবার আরও ১৬ জন জওয়ানের দেহে মিললো করোনা র সংক্রমন। এরফলে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জন। যদিও আক্রান্তরা সুস্থ্য রয়েছেন বলে জানাগেছে। রবিবার যারা আক্রান্ত হয়েছেন তারা সকলই আম বাসা স্থিত ৮৬ নম্বর ব্যাটিলিয়ান এর জওয়ান। এব্যাপারে মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন অফিসিয়ালি, ৯ জন শিশু এবং তাদের পরিবারের সদস্য ৬ জন। তবে এদিকে স্বস্তির বিষয় হলো এদিন কোনো সাধারন নাগরিকের মধ্যে করোনার সংক্রমন পাওয়া যায় নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service