2024-11-17
agartala,tripura
রাজ্য

স্বেচ্ছামৃত্যুর আবেদন বেকারদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছে জে আর বিটি পরীক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড তুলে ধরেছে জে আর বিটি আমাদের চাকরি দাও নাহলে বিষ দাও। 14 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে রাজ্য সরকার সরকারি চাকরি দেওয়ার নাম করে জে আর বিটি পরীক্ষা নিয়েছিল। পরিতাপের বিষয় নির্বাচন ঘনিয়ে আসলেও রাজ্য সরকার রেজাল্ট প্রকাশ করা নিয়ে বেকারদের সঙ্গে তাল বাহানা করে চলেছে।খোদ রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট জানিয়েছিল খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করা হবে। কথা দিয়েও কথা রাখেনি শিক্ষা মন্ত্রী। এই ক্ষোভে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছে। বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারকে আরও হুশিয়ারি দিয়ে বলেন , রাজ্য সরকার যদি জে আর বিটি পরীক্ষার্থীদের বিষয়টি হালকাভাবে নেয়। তাহলে নির্বাচনের মুখে সরকার বড় ভুল করবে। সরকারের জেনে রাখা উচিত সারা রাজ্যের প্রায় 1 লক্ষ 21 হাজার পরীক্ষার্থী রয়েছে। এদিন বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এর বিধানসভায় দেওয়া বক্তব্যের বাস্তবের সাথে কোন মিল নেই বলে অভিহিত করেন। বলেন পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে একজন মন্ত্রী বেকারদের উদ্দেশ্যে এক রকম বক্তব্য রাখছে আর বাস্তবে কাজ করছে অন্যরকম। উল্লেখ্য জে আর বিটি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে গত প্রায় চৌদ্দ মাস ধরে বেকাররা হতাশায় ভুগছে। ফলাফল প্রকাশের বিষয় নিয়ে বেশ কয়েকবার উর্দ্ধতন কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছিল। বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service