বাধারঘাট এথলেটিক্স ট্রেক তৈরির জন্য ৭কোটি টাকা এবং ১০ কোটি টাকা সুইমিং পুল নির্মাণের জন্য সরকার বরাদ্দ করেছে । সেই সঙ্গে প্রতিটি গ্রামে একজন করে খেলার কোচ রেখে রাজ্যের ছেলেমেয়েদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে সরকার । যাতে নেশার প্রতি যুবসমাজ আকৃষ্ট না হয় । যুব কল্যাণ এবং রাজ্য ক্রীড়া দপ্তরের সহযোগিতায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত ৬৫তম জাতীয় বিদ্যালয় ভিত্তিক ক্রীড়ানুষ্ঠানের উদ্ভোদন করে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এদিনের অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনুজ কান্তি দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ রাজ্য এবং জাতীয় স্তরের ক্রীড়া বিভাগের উচ্চ্যপদস্থ অধিকারিকগণ ।
janatar kalam Blog রাজ্য কোটি টাকা খরচ করে রাজ্যের রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে ঢেলে সাজানো হচ্ছে । জানালেন মুখ্যমন্ত্রী ।
Leave feedback about this