জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তোষ ব্যক্ত করেছে আইজল পুরসভার ডেপুটি মেয়র। আমন্ত্রণ জানিয়েছে আইজল শহর ঘুরে দেখার জন্য। মিজোরামের রাজধানী আইজল থেকে পুরসভার15 সদস্যের এক প্রতিনিধি দল আগরতলা এসেছে আগরতলা পুর নিগমের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। সকালে নিগমের কনফারেন্স হলে প্রতিনিধি দলকে স্বাগত জানান, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও নিগমের কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব।এখানে আগরতলা শহরের সমস্ত কর্পোরেটরদের সঙ্গে মত বিনিময় করে নিজেদের সন্তোষ ব্যক্ত করেছেন। বিশেষ করে আগরতলা শহরের সয়েল ম্যানেজমেন্ট , প্লাস্টিক মানেজমেন্ট এবং ডোর টু ডোর গার্বেজ কালেকশনের বিষয়টির উচ্চ প্রশংসা করেছেন বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিকে আগরতলা এসে শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছে আইজলের ডেপুটি মেয়র।বলেন আইজলে ফিরে গিয়ে আগরতলার বিভিন্ন প্রকল্পের মত গুরুত্বপূর্ণ কাজে হাত লাগাবে।উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগরতলা পুর নিগমের ইতিমধ্যেই দিল্লি থেকে পুরস্কৃত হয়েছে। শহরে গৃহনির্মাণে সারা দেশের মধ্যে রেকর্ড করেছে আগরতলা পুর নিগম।
রাজ্য
আগরতলার উন্নয়নে প্রশংসা আইজল পুরসভার ডেপুটি মেয়রের
- by janatar kalam
- 2022-10-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this