2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আগরতলা স্টেশন হবে বিশ্বমানের, চালু হবে আগরতলা কলকাতা স্পেশাল ট্রেন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনকে করা হবে বিশ্বমানের।শীঘ্রই শুরু হবে কাজ। স্পেশাল ট্রেন চালু হচ্ছে কলকাতা আগরতলার ভায়া গৌহাটির মধ্যে।বুধবার থেকেই যাত্রা শুরু হবে আগরতলা কলকাতা ভায়া গোয়াহাটি স্পেশাল ট্রেন। এদিন ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে উত্তর-পূর্বাঞ্চলের রেল সম্প্রসারণ ও আগরতলা স্টেশনের সম্প্রসারণ ।ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জে এস লেক্ রা , এনএফ রেলওয় লামডিং এর অমিত জয়সওয়াল এবং কে কে শর্মা। এদিন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার জানান , আগামী দু-তিন মাসের মধ্যেই দিল্লির একটি কোম্পানি আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানে উন্নীত করার জন্য কাজ শুরু করে দেবে। যার ফলে এই শহরের গুরুত্ব অনেক গুন বেড়ে যাবে। রেলওয়ে দপ্তরের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়ে গেলে আগরতলা শহর হয়ে উঠবে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান করিডর। এদিকে বাংলাদেশ আগরতলা ও বাংলাদেশ সাবরুম এর মধ্যে রেল যোগাযোগ শুরু হয়ে গেলে আন্তর্জাতিক তকমা লেগে যাবে আগরতলা স্টেশনের গায়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service