জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আসন্ন শারদীয়া উৎসবে সমাজের দুস্থ মানুষ যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনরাত এক করে কাজ করে চলেছেন সেই সাফাই কর্মীরা যাতে নতুন বস্ত্র পরিধান করে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য এবার এগিয়ে এলো বেসরকারি সামাজিক সংস্থা আমি অপরাজিতা। মঙ্গলবার আগরতলা শংকর চৌমুনী এলাকায় বেশ কিছু সংখ্যক সাফাই কর্মীর হাতে এই সংগঠন তুলে দিলেন নতুন বস্ত্র। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার সহ সংস্থার সদস্যরা। আসন্ন শারদীয় উৎসবে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য সংস্থার সদস্যদের অভিনন্দন জানিয়ে মেয়র শ্রী মজুমদার বলেন, দুর্গো উৎসব শুধুমাত্র বাঙ্গালীদের জন্য নয়। এতে সমাজের সব অংশের মানুষ সামিল হয়ে থাকেন। তাই উৎসবের মতো শুভ কাজে দানের কোন বিকল্প হয় না।
রাজ্য
আসন্ন শারদীয় উৎসবে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মেয়র দীপক মজুমদার
- by janatar kalam
- 2022-09-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this