2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এস সি,দের উপর ভগবানের দয়া ঋণ দেওয়া হচ্ছে সহজ শর্তে যেকোন ঋণের জন্য আবেদন জমা দিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে তপশিলি জাতি উন্নয়ন নিগমের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে তপশিলি জাতি ভুক্ত সাধারণ জনগণকে। বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে ও তপশিলি জাতি ভুক্ত ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য খুব সহজেই এই ঋণ গ্রহণ করতে পারে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। শ্রী দাস জানান, ঋণ নিতে গেলে কোন ধরনের জটিল শর্ত রাখা হয় না , পূর্বেকার সরকারের আমলে যে ধরনের জটিলতা ছিল সেগুলিকে অনেক সরলীকরণ করা হয়েছে। এখন থেকে যে কোন ব্যক্তি তপশিলি জাতি উন্নয়ন নিগম থেকে সহজ শর্তে ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service