2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যকে এগিয়ে নিতে যেতে হবে আমাদের : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2018 সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে রাজ্যসভার উপনির্বাচনে। 58 টি ভোটের মধ্যে 43 টি ভোট পেয়ে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার প্রতিদ্বন্দ্বি সিপিআইএম প্রার্থী ভানু লাল সাহা পেয়েছেন 15 টি ভোট। সাংসদ পদে বিপ্লব দেব এর নাম ঘোষণা হতেই আনন্দ-উচ্ছ্বাসে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। জনজোয়ারে ভাসলেন বিপ্লব কুমার দেব। বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য , মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা , প্রদেশ বিজেপি রাজ্য প্রভারি ড: মহেশ শর্মা ও বিজেপি জাতীয় মুখপাত্র ড: সম্বিত পাত্র রাজ্যসভার সাংসদকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।এদিন রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন বিপ্লব কুমার দেব। বলেন বর্তমান মুখ্যমন্ত্রীর প্রফেসর ড: মানিক সাহার সঙ্গে মিলেমিশে কাজ করে রাজ্যকে এগিয়ে নিতে যেতে হবে আমাদের। প্রদেশ বিজেপি কার্যালয় ফলাফল ঘোষণার পর রীতিমতো উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service