2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সাংবাদিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনে মোদী ফ্যানস ক্লাব ও সপ্ত সিন্ধু ক্লাব

এই করুন সময়ে বহু সামাজিক সংস্থা সংগঠন বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়েছেন , আজ এরই অঙ্গ হিসাবে মোদী ফ্যানস ক্লাব ও সপ্ত সিন্ধু ক্লাবের উদ্যোগে নিজেদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে সাংবাদিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় . কেননা সাংবাদিকরা এই বিপন্ন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও কর্তব্য পালনে সচল রয়েছেন , তাই সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতা করা নিজেদের দায়িত্ব পালনে দায়বদ্ধ বলে মনে করেন সংগঠনের কর্তৃপক্ষরা .

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service