2024-11-26
agartala,tripura
রাজ্য

২০০০ টাকা ভাতা করার পর রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রতিমাসে ৩১ কোটি ৪৪ লক্ষ টাকা :সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে মোট ভাতার হয়েছে 32 টি… এরমধ্যে রাজ্যের 29 টি এবং কেন্দ্রের রয়েছে তিনটি… দুটো মিলে রাজ্যে মোট ভাতা ভোগীর সংখ্যা 3 লক্ষ 18 হাজার 415 জন… 2000 টাকা ভাতা করার পর রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রতিমাসে 31 কোটি 44 লক্ষ টাকা…সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হবে… সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী…. সোশ্যাল পেনশন একটি গুরুত্বপূর্ণ দিক… প্রতিটি বাড়িতে সুশাসনের 2000 টাকা পৌঁছে দেওয়া মানে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা ..গরিব অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থা যেন পরিবর্তন করা যায় এই ভাতার মাধ্যমে এটাই সরকারের লক্ষ… সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে ভাতা প্রাপকদের ভাতার পরিমাণ 2000 টাকা করা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী প্রশান্ত চৌধুরী. ..তিনি বলেন আগস্ট মাস পর্যন্ত ভাতা প্রাপকরা 1000 টাকা করে ভাতা পেতেন… রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক সেপ্টেম্বর মাস থেকে 2000 টাকা করে ভাতা পাবেন রাজ্যের 3 লক্ষ 18 হাজার 415 জন…. 1000 টাকা বৃদ্ধি করায় সরকারের এ মাস থেকে অতিরিক্ত ব্যয় হবে 31 কোটি 44 লক্ষ টাকা… বাৎসরিক ব্যয় হবে 603 কোটি 89 লক্ষ টাকা…বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েক হাজার ভুয়ো ভাতা প্রাপকদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিয়েছিলেন ….এরপরও ভুয়ো ভাতা প্রাপক শেষ হয়ে গেছে ঘটনা কিন্তু তা নয়… এখনো প্রচুর সংখ্যায় এ ধরনের ভাতা প্রাপক রয়ে গেছে… অথচ প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য অনেকেই দ্বারে দ্বারে ঘুরেও ভাতা পাচ্ছেন না… যাইহোক এখন সুশাসন এসেছে… যা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সশব্দ ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী… অপেক্ষায় রয়েছেন ভাতা বঞ্চিত অথচ ভাতা পাওয়ার যোগ্য জনেরা…

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service