2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভাতা ২০০০ টাকা কার্যকর হবে চলতি মাস থেকেই : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক ভাতা ২০০০ টাকা কার্যকর হবে চলতি মাস থেকেই। “প্রতি ঘরে সুশাসন” অভিযানের সূচনা করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড:মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগরতলার রবীন্দ্র ভবনে সূচনা হয় অভিযানটির। শনিবার ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই উপলক্ষে ত্রিপুরা সরকার শুরু করলো “প্রতি ঘরে সুশাসন “অভিযান। রাজধানীর রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয় তার। বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার আগে ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল ভাতা প্রাপকদের সামাজিক ভাতা ২০০০ টাকা করা হবে। ভাতা তার আগেই ৭০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করেছিল এই সরকার ।ভাতা প্রসঙ্গে সরকারের প্রতিশ্রুতি পূরণের জন্য প্রায়ই প্রশ্ন তুলতো বিরোধীরা। এরই মধ্যে রবীন্দ্র ভবনে শনিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা ঘোষণা দেন ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার। যা কার্যকর হবে চলতি মাস থেকেই। মুখ্যমন্ত্রী বিগত কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন আর প্রশংসা করেন দেশের বর্তমান প্রধানমন্ত্রীর । বলেন নরেন্দ্র মোদী কথায় নয় ,কাজে বিশ্বাসী। দেশবাসীর মনের আশা-আকাঙ্খা , বিশ্বাস তিনি। তিনি যা স্বপ্ন দেখেন তা কার্যকর করেন। তার দেখানো পথেই চলছে রাজ্য সরকারও। কিন্তু আগে যেসমস্ত প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় এসেছেন তারা কথা বেশি বললেও কাজের বেলায় ছিলেন অষ্টরম্ভা। যেমনটা ছিল আগের রাজ্য সরকারও। মানিক সাহা বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ১০০ দিনের লক্ষমাত্রা রেখে কার্যক্রম গ্রহণ করেছিলেন। তা পূর্ণ হতে চলেছে। রাজ্য সরকারের প্রতিটি দপ্তর শুধু মানুষের জন্যই কাজ করে যাচ্ছে। কাজ ছাড়া মন্ত্রীদের বিশ্রামের সুযোগ কম । দিল্লির নেতৃত্বও রাজ্যের মন্ত্রীদের উপর প্রতিনিয়ত নজর রেখে চলছেন। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যকে শিক্ষার হাব বানানোর চিন্তা রয়েছে সরকারের। এইমসের ধাঁচে মেডিকেল ও ডেন্টাল কলেজ হবে রাজ্যে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলি সম্পর্কে সুবিধাভোগীদের সচেতন করা ,পরিষেবার মান সুনিশ্চিত করা ,দ্রুত উন্নততর পরিষেবা প্রদানের লক্ষেই শুরু হয়েছে “প্রতি ঘরে সুশাসন ” অভিযান। যা চলবে আগামী নভেম্বর মাস পর্যন্ত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service