2025-03-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নে ক্যাম্পে ধুমধাম করে উদযাপন করা হয়েছে বিশ্বকর্মা পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ছিল দেব শিল্পী বিশ্বকর্মা পূজা। গোটা রাজ্যে রয়েছে বিশ্বকর্মা পূজার আনন্দময় পরিবেশ। কল কারখানা , পুলিশ- টিএসআর চত্বর বিভিন্ন মোটর স্ট্যান্ড , ছাপাখানা এবং বিভিন্ন যান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে বিশ্বকর্মা পূজিত হন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্টুডিও পাড়ায় এবছর ভালোই আনন্দের লহর। দু’বছর করোণা কালীন সময়ে ওই খারাপ সময় কেটেছিল মৃৎশিল্পীদের…সেই দুঃসময় কাটিয়ে এবছর ভালোই আয় করতে পেরেছেন মৃৎশিল্পীরা। পুজোর সংখ্যা তুলনামূলক অনেক গুণ বেড়েছে। যদিও পুজোর উপকরণগুলোর দাম ছিল আকাশ ছোঁয়া। তবুও থেমে নেই উদ্যোক্তারা। টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নে ক্যাম্পে ধুমধাম করে উদযাপন করা হয়েছে বিশ্বকর্মা পূজা। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে হয়েছে অনেক জায়গায় দেবশিল্পীর পূজা।বিশ্বকর্মা জানান দিয়ে যায় মা আসছেন। আর এই সময় থেকেই গরম হয়ে ওঠে হাট-বাজার। সবার মধ্যে আনন্দের বাতাবরণ তৈরি হয়। বর্তমানে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে যেন এই পূজা এ মরশুম কোনোভাবেই কলুষিত না হয় , সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service