2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শহরে শুভাযাত্রায় এল.জি.বি.টি-রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজেদের সম্পর্কে মানুষকে সচেতন করতে “প্রাইড ওয়াক” নামের শুভাযাত্রা করলো রাজ্যের এল.জি.বি.টি কমিউনিটির মানুষেরা। রাজধানীর উমাকান্ত একাডেমির মাঠ থেকে শুরু হয় এই শুভাযাত্রা। শেষ হয় স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে। এই কমিউনিটি ভুক্ত মানুষদের অধিকার রক্ষায় সদ্যই রাজ্যে আত্মপ্রকাশ করেছিল স্বভিমান নামের একটি সামাজিক সংস্থার। এই সংস্থার উদ্যোগেই হয় এই শুভাযাত্রা। বিকেলে রবীন্দ্র ভবনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service