2024-11-27
agartala,tripura
রাজ্য

২৩শে দ্বিগুণ আসন নিয়ে ত্রিপুরায ও হরিয়ানায় ক্ষমতায় ফিরে সরকার গঠন করবে বিজেপি: বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৩শে ফের দ্বিগুণ আসন নিয়ে ত্রিপুরার ক্ষমতায় ফিরবে বিজেপি দল একই সঙ্গে হরিয়ানায় ক্ষমতায় ফিরবে বিজেপি। রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমের সকালে রাজ্যসভার উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সকালে প্রথমেই বিপ্লব দেব সস্ত্রীক চলে যান কৃষ্ণনগর স্থিত শ্রী শ্রী অনুকূলচন্দ্র দেবের সৎসঙ্গ আশ্রমে। সেখানে পুজো বাদ শেষে প্রসাদ গ্রহণ করে এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে সোজা চলে যান বিজেপি সদর কার্যালয়ে এখানে দলীয় নেতৃত্ব দের সাথে বৈঠক শেষে , চলে যান বিধানসভা ভবনে। বিধানসভা ভবনে ফের একপ্রস্থ বৈঠক শেষে মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসারের কাছে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন , শিক্ষামন্ত্রী রতন লাল নাথ , তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ,খাদ্য দপ্তরের মন্ত্রীর মনোজ কান্তি দেব ,আইপিএফটি দলের মন্ত্রী প্রেম কুমার রিয়াং ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ,পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা সহ রাজ্য বিধানসভার অন্যান্য মন্ত্রী বিধায়ক ও বরিষ্ঠ নেতৃবৃন্দ। এখান থেকেই বিপ্লব দেব ঘোষণা করেন 2023 এর দ্বিগুণ আসন নিয়ে ক্ষমতায় ফিরলে বিজেপি। রাজ্যসভার নমিনেশন পত্র দাখিল করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন রাজ্যবাসীর প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছায় ত্রিপুরা বাসীর সেবায় নিয়োজিত থাকবে বিপ্লব। তার জন্য রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন। ঘোষণা দেন 15 দিন হরিয়ানার জন্য কাজ করবে বাকি 15 দিন কাজ করবে ঠিক করার জন্য।মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে ব্রতী হয়েছে বিপ্লব দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , এদিন জোর গলায় ঘোষণা দিয়ে বলেন, মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে ত্রিপুরা এবং হরিয়ানায় ফের সরকার গড়বে বিজেপি। এটা আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।আর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য সমস্ত কার্য কর্তাদের প্রতি আহ্বান রেখেছেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ , কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সহ প্রদেশের সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আগামীর পথ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা চেয়েছেন সবার কাছে। বিপ্লব দেবের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে রাজধানীতে বিজেপি দল পুরো মহোৎসবে মেতে উঠেছিল এদিন। ফের প্রমাণিত হল দলের পুরনো কার্যকর্তা থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত প্রত্যেকের মর্যাদা ও সম্মান অটুট রেখেই আগামীর পথচলা শুরু করেছে বিজেপি। নেতৃত্তের মধ্যে রয়েছে ভাতৃত্ববোধ ও জাতীয়তা বোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর রাজ্যসভার উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিনটি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service