2024-11-17
agartala,tripura
রাজ্য

বিশ্ববাজারে স্থান করে নেবে ত্রিপুরার চা চলছে ব্র্যান্ডিং করার প্রস্তুতি রান ফর টি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

ত্রিপুরার চা বিশ্ববাজারে অচিরেই স্থান করে নেবে। নতুন সরকার গঠিত হওয়ার পর চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত রকম প্রয়াস নিয়েছে। বললেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাপক প্রয়াস গ্রহণ করেছে রাজ্য সরকার। চা শিল্পের বিকাশে ত্রিপুরা টি বোর্ড নতুন করে লগোর প্রকাশ করেছে। বর্তমানে বিশ্বের বাজারে তাকে ব্র্যান্ডিং করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে চা শিল্প উন্নয়ন পর্ষদ। শনিবার ভারতীয় চা উন্নয়ন নিয়ম ও ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজিত রান ফর টি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, রাবারের পরেই ত্রিপুরাতে দ্বিতীয় স্থানে রয়েছে চা শিল্প। এই চা শিল্পকে বাজারজাত করতে চা উন্নয়ন পর্ষদ বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে রেশনের মাধ্যমে ন্যায্যমূল্যে চা পাতা পৌঁছে যাচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে। ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা ,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং রাজ্য সরকারের শিল্প-বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দা ও ভারতীয় চা উন্নয়ন নিগমের আধিকারিক প্রমূখ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service