2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ছেলে নার্সের দক্ষতায় এম্বুলেন্সে শিশুর জন্ম মহাকুমা হাসপাতালে সুস্থ আছেন মা ও শিশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষ ইমার্জেন্সি মেডিকেল টেকনেশিয়ান দেবু নাথের হাতে ১০২ অ্যাম্বুলেন্সের মধ্যে গভীর রাতে জন্ম হয় এক শিশু কন্যার। ঘটনা মথুরাপাড়া এলাকায়। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মথুরাপাড়া এলাকার বাসিন্দ ধনুরাম রিয়াং এর 27 বছর বয়সী গর্ভবতী স্ত্রী তালবতী রিয়াং এর প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল সোমবার গভীর রাতে। এই সময় তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার জন্য ১০২ অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিমাংশু নাথ ও মেডিকেল টেকনেশিয়ান দেবু নাথ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যান। কিন্তুু গর্ববতী মায়ের প্রসব যন্ত্রণা এতটাই বেশি ছিল যে ১০২ অ্যাম্বুলেন্সের মেডিকেল টেকনেশিয়ান দেবু নাথ এম্বুলেন্সের মধ্যেই গর্ভবতী মায়ের প্রসব করাতে বাধ্য হন। তখন রাত ২:৪৫ মিনিট | পরে মা ও শিশু কন্যাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে এনে ভর্তি করা হয়। উল্লেখ্য স্টাফ নার্স দেবু নাথের হাতে এর আগেও দুটি জমজ সন্তান সহ অনেক মায়ের প্রসব হয়েছে ১০২ এম্বুলেন্স এর মধ্যে। স্টাফ নার্স দেবু নাথের বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এলাকায়। তিনি বিগত ৩০ মাসের দক্ষতাতে একজন চিকিৎসকের মত পরিষেবা দিয়ে চলেছেন কাঞ্চনপুর বাসীদেরকে। পরিতাপের বিষয় দেবু নাথ সেখানে সরকারিভাবে নিযুক্ত নন।। বেসরকারি কোম্পানির দ্বারা স্টাফ নার্স হিসাবে নিযুক্ত আছে। একজন ছেলে নার্স এত দক্ষতার সঙ্গে প্রসূতি মায়েদের প্রসব যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে , গোটা মহাকুমা বাসিকে তাক লাগিয়েছে। প্রত্যেকেই চাইছে সরকারিভাবে নিয়োগ করা হোক দেবু নাথকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service