2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ডান্ডা দিয়ে থানসা হবে না থানসা করতে গেলে আলাপ আলোচনার প্রয়োজন রাজ্যে তালিবানি কায়দা করা হচ্ছে করা বার্তা উপমুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডান্ডা দিয়ে থানসা হবে না , থানসা করতে গেলে আলাপ আলোচনার প্রয়োজন | থানসার নামে রাজ্যে তালিবানি কায়দা করা হচ্ছে | এটাতে সায় দেবে না সরকার | স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন |1949 সালে থেকে ত্রিপুরা রাজ্য কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরেছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার | বিশেষ করে কোন সরকারের আমলে কি ধরনের কাজ হয়েছে সবকিছুই স্থান পেয়েছে এই বইটিতে | সবকয়টি সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরা হয়েছে | বইটির নাম দেওয়া হয়েছে গ্লিম্পসে অফ ত্রিপুরা,স ডেভলপমেন্ট নাইনটিন ফরটি নাইন , অর্থাৎ 1949 সালে থেকে ত্রিপুরার উন্নয়নের ঝলক | এই বইটি পড়লেই ত্রিপুরার উন্নয়ন মূলক সমস্ত কার্যক্রম সম্পর্কে জানা যাবে | মহাকরণে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন | বইটির প্রকাশ করে এদিন উপমুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছ থেকে মতামত চেয়েছেন | আবেদন রাখেন রাজনৈতিক, প্রশাসনিক, উন্নয়নমূলক যেকোনো ধরনের মতামত জানিয়ে সাংবাদিকরা যেন সরকারকে সাহায্য করে | সব কয়টি বিষয়ে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করবে সরকার |এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে পাহাড়ে তিপরামথা দলের থানসার শ্লোগানকে কটাক্ষ করে দলের নাম না করে বলেন, ডান্ডা দিয়ে থানসা হবে না | থানসার নাম করে ডান্ডা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে | তাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য প্রস্তুত সরকার | উপমুখ্যমন্ত্রী এদিন পূর্বতন বাম ও কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন | বলেন বিগত সরকারের আমলে রাজ্যের উপজাতি অংশের মানুষ সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে | যার জন্য বর্তমানে এডিসি এলাকার এই হাল | একজনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা |

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service