2025-04-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নেশা এখন সামাজিক অবক্ষয় : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্কুলের কৃতি ছাত্রীদের প্রদান করল পুরস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পরীক্ষায় কৃতিদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। শুক্রবার স্কুলের মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, কর্পোরেটর রত্না দত্ত, সদরের মহকুমা শাসক অসীম সাহা সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন অতিথিরা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন বিভিন্ন প্রকল্প এনেছে। গড়ে উঠছে ইংলিশ মিডিয়াম স্কুল। এর সফলতা নিয়ে ছাত্রছাত্রীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একই সাথে এদিন তিনি নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গঠন প্রসঙ্গে আক্ষেপের সুরে বলেন, নেশা মুক্ত ত্রিপুরা তৈরি করতে গিয়ে এখন নেশা যুক্ত ত্রিপুরা দেখা যায়। আর এতে যুব সম্প্রদায়ের পাশাপাশি মেয়েরাও এখন যুক্ত হয়ে পড়ছে। সেটাই একটা সামাজিক অবক্ষয় হয়ে দাঁড়িয়েছে এখন। তাই এই অবক্ষয় দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই নেশা মুক্ত ত্রিপুরা সম্ভব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service