জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
২৫ শে আগস্ট রাজ্য সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর জন্মদিন। আর এই জন্মদিনে তিনি এদিন সকাল থেকেই ভাসলেন শুভেচ্ছার বন্যায়। দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি বিজেপি নাড্ডার রাজ্য সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার শুরুতেই জন্মদিনে শ্রী চৌধুরীকে পুষ্পস্তবক ও রিসা পড়িয়ে শুভেচ্ছা জানালেন
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সইকিয়া, রাজ্য প্রভারী তথা উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা কেন্দ্রের সাংসদ বিনোদ সোনকর,কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক,রাজ্য মন্ত্রীপরিষদের অন্যান্য মন্ত্রী,বিধানসভার অন্যান্য বিধায়ক-বিধায়িকারা। দলের নেতা কর্মীদের কাছ থেকে এভাবে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে স্বাভাবিকভাবেই মন্ত্রী শ্রী চৌধুরী আপ্লুত। এ বিষয়ে তিনি সামাজিক মাধ্যমের টুইট করে বলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমার জীবনের এই বিশেষ দিনটিকে মনে রেখেছেন এবং আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের নিজ নিজ সামাজিক মাধ্যমে এমন সুন্দর সুন্দর বার্তা প্রেরণ করেছেন। জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে তিনি বলেন আপনাদের আন্তরিক শুভ কামনা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে!আমাকে এভাবে সর্বদা স্নেহ ও ভালোবাসার মাধ্যমে সমর্থন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
রাজ্য
জন্মদিনের শুভেচ্ছা ভাসলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী
- by janatar kalam
- 2022-08-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this