জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মঙ্গলবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা শহরের ক্লাবগুলিকে নিয়ে তথ্যসংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদীয়া উৎসবকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। এদিনের এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন সদরের মহকুমা শাসক অসীম সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ আরো অনেকে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, করোনার কারণে গেল দুই বছর বিজয়া দশমীতে কর্নিভ্যাল করা সম্ভব হয়নি। বর্তমানে করোণা পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবছর তা আয়োজন করা হবে। প্রতিমা বিসর্জনকে ঘিরে আয়োজিত এই কর্মসূচিকে আরো রঙিন করে তোলার জন্য ক্লাব গুলির সহযোগিতায় এবছর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে দপ্তর। এই অনুষ্ঠানে বাইরে থেকে কোন শিল্পীকে অতিথি হিসেবে আনা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিলেন মন্ত্রী। একই সাথে এদিন তিনি আরো জানান সরকারিভাবে আগে শুধুমাত্র আগরতলার ক্লাবগুলিকেই পুরস্কৃত করা হতো।। এবছর জেলা ভিত্তিক সেরা পুরস্কারের ব্যবস্থা করা হবে। আর সেই পুরস্কার দেওয়া হবে একই মঞ্চে। পাশাপাশি তিনি বলেন, ক্লাব গুলির বাজেটের উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া যায় কিনা তা দেখতে হবে।
রাজ্য
শারদীয় উৎসবকে জেলাভিত্তিক পুরস্কার, তথ্য সংস্কৃতি মন্ত্রী
- by janatar kalam
- 2022-08-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this