2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ফিজিকার্ট ই কমার্স প্রাইভেট লিমিটেডের উদ্বোধন,হবে বেকারের কর্মসংস্থান : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
গুণগত মান বজায় রেখে ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে আগরতলায় নতুন শোরুম খুললেন দক্ষিণ ভারতের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান ফিজিকার্ট ই কমার্স প্রাইভেট লিমিটেড। নতুন এই শোরুমে নিত্যনতুন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। যা সহজেই সঠিক দামে ক্রয় করতে পারবেন ক্রেতারা। আগরতলা বিদুর কর্তা চৌমুহনীতে অত্যাধুনিক নতুন এই শোরুমটি তৈরি করা হয়। বুধবার এক আনন্দঘন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর ববি চেমমানুর, চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর জোলি এন্টনি, চিফ অপারেটিং অফিসার অনিষ কে জয় সহ আরো অনেকে। নতুন এই শোরুমে যেমন রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তেমনি কোম্পানির উৎপাদিত নানা সামগ্রী। বাণিজ্যিক এই প্রতিষ্ঠানের শুভ সূচনা করে মেয়র বলেন, গুণগতমান বজায় রেখে এই শোরুমে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। তবে এর চেয়েও বড় কথা হলো শহরের বুকে এ ধরনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হওয়ায় রাজ্যের বেশ কিছু সংখ্যক বেকারের কর্মসংস্থান হবে এর মধ্য দিয়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service