2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মোদির স্বপ্ন সাকারে বিপ্লবের জনসংযোগ তিরংগার পাশাপাশি বিলাচ্ছে ঝাল মুড়ি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হর ঘর তিরঙ্গা অভিযানের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উত্তর ত্রিপুরার কুমারঘাটে আয়োজিত প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ট্রেনে করে আগরতলা ফেরার পথে সাধারণ মানুষের হাতে তিরঙ্গা ঝান্ডা তুলে দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কথা বলেছেন বেশ কয়েকজন সাধারণ যুবক যুবতীর সাথে। এক সময়ে দেখা গিয়েছে ট্রেনের জনপ্রিয় খাবার মুড়ি চানাচুরও যাত্রী সাধারণের মধ্যে ভাগাভাগি করে খাচ্ছেন বিপ্লব কুমার দেব। শ্রী দেব তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এ যেন এক আলাদা অনুভূতি, অভূতপূর্ব উচ্ছ্বাস। বলেন এই অভিযান শুধু সফল হবে না বরং ঐতিহাসিক হবে। রাজ্যের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service