2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার আগরতলা সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শ্রম মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। একদিনের এই সম্মেলনে রাজ্যের আশা কর্মীদের বর্তমান অবস্থা এবং রাজ্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। একই সাথে আশা কর্মীদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আগামী দিন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের শেষ লগ্নে সংগঠনের আগামী দিনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন রাজ্য কমিটি। এদিনের এই সম্মেলনে প্রধান বক্তার ভাষণ মানিক দে, দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যারা মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদের উৎখাত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। তাই আগামীদিনের কঠিন লড়াইকে আরও বেগবান করে তোলার জন্য আশা কর্মীদের ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার আহ্বান জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service