2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন ত্রিপুরা মেডিকেল কলেজের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ। মূলত সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে কলেজের ছাত্র-ছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে।উল্লেখ্য প্রতি বছর পহেলা আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়ে থাকে।মাতৃদুগ্ধের গুনাগুন সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করার লক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক এবং ত্রিপুরা মেডিকেল কলেজ এই উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রার পাশাপাশি আয়োজন করেছে বিভিন্ন আলোচনা চক্র জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ডক্টর জয়ন্ত পোদ্দার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service