জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা করছে রাজ্যবাসী। কেননা মঙ্গলবার রাত থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে প্রচন্ড ভিড় পরিলক্ষিত হচ্ছে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পগুলিতে তেল সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে ভোক্তারা। বুধবার সকালেও রাজধানীর প্রায় সবকটি পেট্রোল পাম্পে যানবাহন চালক ও দ্বিচক্রযান চালকদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।সূত্রের খবর আসাম আগরতলা জাতীয় সড়কের 41 মাইল এলাকায় রাস্তার বেহাল দশার জন্য প্রচুর পরিমাণ গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টি হওয়ার ফলে সংস্কার চলতি রাস্তার অবস্থা একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।কবে নাগাদ এই রাস্তায় যান চলাচলের উপযোগী হবে, সেটা নিয়েও চিন্তায় পড়েছে আটকে পড়া যানবাহন চালকরা।যার ফলে তীব্র পেট্রোল সংকট যে ঘটতে চলেছে সেটা নিঃসন্দেহেই অনুমেয়।
রাজ্য
জাতীয় সড়কের ৪১মাইল এলাকায় রাস্তার বেহাল দশার জন্য পেট্রোল সংকট
- by janatar kalam
- 2022-08-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this