জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- কথা দিয়ে কথা রাখলেন বিধায়িকা কল্যাণী রায় । সর্ব মোট ১০ লক্ষ টাকা ব্যয়ে বাহারি রঙের পেপার টাইলসে নির্মিত হলো গ্রামবাসীদের যাতায়াতের মূল রাস্তা । দাবি পূরণ হলো গ্রামবাসীর । অবশেষে, বামের প্রতিশ্রুতি’কে পূর্ণতা দিল রাম । উন্নয়নের আরো এক নতুন পালকে সংযুক্ত হলো বিবেকানন্দ নগর গ্রাম । উল্লেখ্য, তৎকালীন বাম আমল থেকে দীর্ঘ ১০ বছর যাবৎ চরম ভগ্ন দশা ও মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছিল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের অধীন তুই সিন্দ্রাই বাড়ি বাজার এলাকা থেকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাতায়াতের গ্রামীণ এলাকার মূল রাস্তাটি । বিগত বাম আমলে তথাকথিত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা একত্রে যাতায়াতের এই মূল রাস্তাটির সংস্কার সাধনের জন্য বারংবার মৌখিক ও লিখিত অভিযোগ আকারে বাম নেতা নেত্রীদের হাতে ধরিয়ে ও দরজায় দরজায় কড়া নাড়লেও কোন রকম কর্ণপাত করেন নি তৎকালীন বাম নেতা আমলারা । শুধুমাত্র প্রতিশ্রুতি’র একটি ঝুলি হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল । আর ওই সময় থেকেই এক প্রকার ক্ষোভে ফুঁসে রয়েছিল বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা । কারনঃ এই বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন মোট ৩০০ টি পরিবারের স্থায়ী বসবাস । আর তৎসঙ্গে এই রাস্তাটিই ছিল তাঁদের যাতায়াতের মূল মাধ্যম । ফলে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে স্থায়ী গ্রামবাসীদের নিত্য চলাচল করতে গিয়ে মৃত্যু’কে এক প্রকার সাথে নিয়েই তাদের যাতায়াত করতে হতো তৎকালীন সময়ে । বারংবার অভিযোগ পাওয়া সত্ত্বেও এই চরম সমস্যার কোন রকম সমাধান বার করে নি বাম নেতৃত্বরা । পরবর্তীতে ২০১৮ সালে রাজ্যে পালা বদলের পর গ্রামবাসীরা ফের একবার তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা কল্যাণী রায়ের কাছে গিয়ে আর্জি জানায় অতি শীঘ্রই যেন গ্রামবাসীদের যাতায়াতের এই মূল রাস্তাটি দ্রুত সংস্কার সাধন করা হয় । সেই মোতাবেক বিগত দিনে শাসক বিজেপি শিবিরের নেত্রী তথা আইনজীবী কল্যাণী রায় সহ গ্রাম প্রধান নির্মল সূত্রধর কর্তৃক প্রতিশ্রুতিও দেওয়া হয় খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের এই সমস্যার সুরাহার পথ বের করবে সরকার । সেই মোতাবেক রাজ্যে পালা বদলের ৪ বছর পর অবশেষে কথা দিয়ে কথা রাখলেন বিজেপি নেতা তথা গ্রাম প্রধান নির্মল সূত্রধর ও বিধায়িকা কল্যাণী রায় । বাহারী রঙের পেপার টাইলস দিয়ে দীর্ঘ পুরো ২ কিলোমিটার রাস্তা নতুন রূপে সাজিয়ে তুলা হয় । শুধু তাই নয়, রাতের আঁধারে চলাচল করার জন্য স্থানীয় গ্রামবাসীদের সুবিধার্থে এই রাস্তাটির দু-ধারে মোট ৫০ টি সোলার সিস্টেম ল্যামপোস্টও বসানো হয় । বর্তমানে এখন স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সকলেই তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা কল্যাণী রায় ও বিজেপি নেতা নেত্রীদের প্রতি খুবই খুশি ও আপ্লুত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ বছরের সমস্যা যাতায়াতের মূল রাস্তাটির দ্রুত সংস্কার সাধন ও সমাধানের জন্য ।
রাজ্য
বামের প্রতিশ্রুতি’কে পূর্ণতা দিল রাম,কথা রাখলেন বিধায়িকা কল্যাণী রায়
- by janatar kalam
- 2022-08-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this