জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রবিবার সকালে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের খুঁটি পুজো। উল্লেখ্য কাশী বিশ্বনাথ মন্দির তৎসহ গঙ্গার আরতি থাকবে এবছরের পুজোয়।কাশী বিশ্বনাথ ঘাটের মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র।উত্তরপ্রদেশের গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত এই মন্দিরের রুপরেখা এবছর তুলে ধরা হবে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুন দল সংঘের পূজোতে। মন্দিরটিতে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে।পুজো কমিটি মূল মন্দিরসহ আরো দুটি মন্দির তুলে ধরবে দর্শনার্থীদের জন্য। জানিয়েছেন ক্লাব সভাপতি শৈবাল রায় ও পুজো কমিটির সম্পাদক দীপক সাহা। এদিন এক সাংবাদিক বৈঠকে পুজো কমিটির সম্পাদক সমস্ত দর্শনার্থীদের আসার আমন্ত্রণ জানিয়েছেন।
রাজ্য
কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এ বছর দুর্গা পুজোর প্যান্ডেলের আয়োজন
- by janatar kalam
- 2022-07-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this