2025-05-17
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ডিসেম্বরের মধ্যেই হর ঘর জল : মন্ত্রী সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নতুন করে রাজ্যে আরও ৫২ হাজার পানীয় জলের সংযোগ দেওয়া হবে।এই লক্ষ্যে সব দিক থেকে কাজ শেষ হয়েছে।কেন্দ্রীয় সরকারের অর্থানুকুল্যে যে ভাবে কাজ চলছে আশা করা যায়
আগামী ডিসেম্বরের মধ্যে
প্রধানমন্ত্রীর যে স্বপ্ন হর ঘর জল,
রাজ্যে তা বাস্তবায়িত করতে পারা যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন রাজ্য সরকারের পানীয় জল সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী এদিন আরো জানান,রাজ্যের গ্রামীন এলাকায় মোট বাড়ির সংখ্যা ৭,৪১,৯৪৫ টি। এর মধ্যে ২০১৯ থেকে ২০২২ সালের এখন পর্যন্ত ৩,৯০,৭৩৫ টি বাড়িতে নলের মাধ্যমে জল পৌছে দেওয়ার পক্রিয়া সম্পন্ন হয়েছে। শতাংশের নিরিখে এই সফলতার হার ৫৩ শতাংশ। আগামী ২০ দিনের মধ্যে আরও ৭ শতাংশ বাড়িতে সংযোগ দেওয়া হবে। তাতে করে সাফল্যের শতকরা হার দাঁড়াবে ৬০ শতাংশে।টি এস ই সি এল ট্রান্সফর্মার বসিয়ে দিলে আরও ৫২ হাজার বাড়িতে এই সংযোগ দেওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রক থেকে রাজ্যকে আরও ১৬৬ কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। এই অর্থ পাওয়ার ফলে কাজে আরো গতি এসেছে। রাজ্যে ৮৭১০ টি পাড়ার মধ্যে ১২৩৮ টি পাড়ায় ১০০ শতাংশ পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। ৯০ থেকে ১০০ শতাংশ পানীয় জল পৌঁছে দেওয়া গেছে ৬১০ টি পাড়ায়। মাত্র ২১৪ টি পাড়ায় এখনো কাজ শুরু করা যায়নি। অনুরূপ ভাবে রাজ্যের ১১৭৬ টি গ্রামপঞ্চায়েত ও ভিলেজ কমিটির মধ্যে মাত্র ৭ টি গ্রামপঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে এই কাজ শুরু করা যায়নি। বাকী গুলিতে কাজ চলছে জোর কদমে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service