জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রায় 4 কোটি টাকা ব্যয়ে আগামী তিন বছরে রাজ্যের বিভিন্ন সেক্টরে প্রায় কুড়িটি প্রজেক্টর কাজ সম্পন্ন করা হবে | বন্যা নিয়ন্ত্রণ, ভূমিকম্পের আগাম পূর্বাভাস, ডিজাস্টার ম্যানেজমেন্ট , ইত্যাদি বিভিন্ন সেক্টরে যৌথভাবে কাজ করবে ত্রিপুরা সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর এবং ভারত সরকারের নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ডিপার্টমেন্ট অফ স্পেস |সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এই দুইটি সংস্থার মধ্যে মৌ স্বাক্ষরিত হয় | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকার ও রাজ্য সরকারের সচিব পদমর্যাদার অধিকারীকগন | এক সাক্ষাৎকারে রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ওপরিবেশ দপ্তরের সচিব জানান এই মৌ স্বাক্ষরের ফলে স্পেস টেকনোলজি ব্যবহারের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সেক্টরে দ্রুতগতিতে উন্নয়ন কাজ চলবে | আগামী দিনে রাজ্যের আইটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হবে | যার সুফল ভোগ করবে রাজ্যের সাধারণ মানুষ ও নব প্রজন্মের শিক্ষার্থীরা |
Leave feedback about this