জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শিক্ষা এবং গবেষণা মূলক কাজ আরও সহজ করে দিতে এবার ত্রিপুরার পড়ুয়াদের পাশে দাঁড়ালো উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়।এ উপলক্ষে 23 জুলাই আগরতলায় উচ্চ শিক্ষার ওপর বিশেষ আলোচনা এবং মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আলোচনা চক্রে উপস্থিত ছিলেন স্থানীয় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ইউ এস টি এম মৌ স্বাক্ষর করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়।এই মৌ স্বাক্ষরিত হয় তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে।অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইউ এস টি এম এর উপাচার্য অধ্যাপক জি ডি শর্মা।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসেইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সত্যদেও পোদ্দার।ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইউ এস টি এম এর প্রো উপাচার্য ড : বলেন্দ্র কে দাস।ইউ এস টি এম খুব শীঘ্রই ত্রিপুরাতে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে । গবেষণামূলক কাজে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে ইউ এস টি এম। খুব দ্রুতই একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ শুরু করবে। উল্লেখ্য এন আই আর এফ 2022 রেংকিং তালিকায় দেশের শীর্ষ 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান করে নিয়েছে ইউ এস টি এম।
রাজ্য
উচ্চ শিক্ষার প্রসারে ত্রিপুরায় কাজ করবে ইউ এস টি এম
- by janatar kalam
- 2022-07-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this