2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অধিকার আদায়ের লড়াই যুব কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ৭২ ঘণ্টার গন অবস্থান শেষ হল বুধবার। এই তিন দিন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে দল। তাদের মত হল এই গন অবস্থান শুধু যুব কংগ্রেসের নয় তা হল রাজ্যের প্রত্যেক অংশের যুবক যুবতীদের লড়াই।
আগরতলার সি টি সেন্টারের সামনে এই গনধর্না মঞ্চ থেকে শেষ দিন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই লড়াইয়ে যুবক যুবতীদের সামিল হবার জন্য আহ্বান জানানো হয়। যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এদিন জানান দাবি গুলি আমাদের লক্ষ্যে সংগঠন আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service