জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই ব্যাপক হারে বেড়েছে নারীদের উপর অত্যাচার, খুন, ধর্ষণের মত ঘটনা। অথচ প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে না। নারীদের উপর এই অরাজক পরিস্থিতি বন্ধ করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। নতুবা সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে কথাগুলি বললেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য।সাম্প্রতিক কালে কমলপুরে প্রকাশ্যে একজন মহিলাকে খুন করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এদিন তিনি বলেন নারী সমিতির এক প্রতিনিধি দল ইতিমধ্যেই মৃত মহিলার বাবার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত হন। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্ত না হয়, তার জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে তিনি এদিন অভিযোগ করেন বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার পর থেকেই মহিলাদের উপর অত্যাচারের ঘটনা অনেকটাই বেড়ে গেছে। বিগত সরকারের আমলে এধরনের ঘটনা যে হয়নি এমনটা নয়। এখন যেন সেই সংখ্যাটা মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেছে।
Leave feedback about this