জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের প্রায় অধিকাংশ স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের গঠনপাঠন। তাই অবিলম্বে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য নতুন করে শিক্ষক নিয়োগের দাবিতে এবার রাজ্যজুড়ে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে রাজ্যের দুই ছাত্র সংগঠন। আগামী ২৭ শে জুলাই রাজ্যের সর্বত্র এই দুই সংগঠনের কর্মীরা স্কুলগুলিতে শিক্ষকের দাবিতে রাস্তায় নামবে। আগরতলায় ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। সন্দীপন দেব আরো জানান আগামী ২৭ জুলাই স্কুলগুলিতে শিক্ষকের দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলন সংঘটিত করবে এই দুটি সংগঠন। রাজ্যব্যাপী আন্দোলনের পরেও যদি সরকার স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিন ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে সংগঠন বৃহতর আন্দোলন গড়ে তুলবে।
Leave feedback about this