জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আসামের বন্যা পীড়িত আর্ত মানুষগুলোর মধ্যে প্রায় ১৩০০ পরিবারকে বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করেছে রাজ্যের ২৭ টি সংস্থার যৌথ ফোরাম। সংগঠনের এক প্রতিনিধি দলের সদস্যরা আসামে গিয়ে নিজেদের হাতেই বন্যা পীড়িত মানুষদের হাতে তুলে দেয় বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শুধু তাই নয়, গৃহপালিত বিভিন্ন প্রাণীদেরও খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা একথা জানিয়ে মহতি এই কর্মসূচিতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের কর্মসূচি আগামী দিনেও যৌথভাবে সংঘটিত করার বার্তা দিলেন। ফোরামের পক্ষে শাশ্বতী দাস এদিন আরো জানান, আগামী দিনেও এইভাবে প্রত্যেকের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াবে এই যৌথ ফোরাম।
Leave feedback about this