2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ডি এন এ ক্লাব প্রকল্পে প্রশিক্ষণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ডিএনএ ক্লাব প্রকল্পে মনোনীত ৩০টি স্কুলের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে বায়োটেকনোলজি কাউন্সিলর উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের এই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন বায়ো টেকনোলজি কাউন্সিলের সচিব ড প্রদীপ চক্রবর্তী, সদস্য সচিব অনিমেষ দাস সহ আরো অনেকে। প্রশিক্ষণ শিবিরের প্রথম পর্যায়ে বারটি স্কুলের প্রধান শিক্ষকের হাতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয় এদিন। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ডিএনএ ক্লাব শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে থাকলে চলবে না। সরকার টাকা খরচ করবে, এর কোন সুফল হবে না তা হতে পারে না। এর সুফল পেতে হবে। ডিএনএ ক্লাব হবার পর স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে। তাই ক্লাবের সংখ্যা আরো বাড়ানো দরকার। বিজ্ঞানকে নিচুস্তরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই ক্লাব গঠন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service