2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শিক্ষকের দাবিতে অবরোধ পড়ুয়াদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া চরকবাই দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে দীর্ঘ অনেকমাস যাবৎ ইংরেজী ও রাষ্ট্র বিঞ্জান বিষয়ের শিক্ষকের সল্পতায় ভূগছে ছাত্র ছাত্রীরা। এছারা বিদ্যালয়ে দীর্ঘ অনেকবছর যাবৎ প্রধানশিক্ষক নেই। বিদ্যালয়ে শিক্ষক সল্পতার কথা বিদ্যালয় কতৃপক্ষ ও এস এম সি কমিটির সদস্যদের জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় মঙ্গলবার বিদ্যালয়ের সামনে বাইখোড়া মুহুরিপুর পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের প্রধান দাবী বিদ্যালয়ে দ্রুততার সহিত ইংরেজি ও রাষ্ট্র বিঞ্জান বিষয়ে শিক্ষক নিয়োগ করা। বিদ্যালয়ের জন্য দ্রততার সহিত প্রধান শিক্ষক নিয়োগ।এই অবরোধ সম্পর্কে বিদ্যালয়ের এক ছাত্রী জানান, বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রী গরিব পরিবারের । এতে করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অতিরুক্ত অর্থ ব্যায় করে প্রাইভেট টিউশন পরতে পারেনা। সকলে বিদ্যালয়ের শিক্ষকের উপর নির্ভরশীল। তাই দ্রুততার সহিত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবী করে ছাত্র ছাত্রীরা।এদিকে শিক্ষকের দাবিতে ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জোলাইবাড়ীর বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ। তিনি জানান দ্রুততার সহিত বিদ্যালয়েয় শিক্ষক সল্পতার সমাধানের প্রয়াস করা হবে। বিদ্যালয় পরিদর্শকের পতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করলো ছাত্র ছাত্রীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service