2025-05-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চতুর্দশ দেবতা বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের সর্ববৃহৎ মিলন উৎসব হলো খার্চি পূজা ও মেলা। রাজধানী আগরতলা থেকে কয়েক কিলোমিটার দূরে খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতা বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী এই বিশেষ পূজা ও মেলা। তিথি অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হবে পূজা। তাই পূজা ও মেলাকে ঘিরে এখন চলছে চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে জোরদার প্রস্তুতি। আর এই প্রস্তুতি কাজের মধ্যেই বুধবার ঘটে গেল বড় ধরনের অঘটন। এদিন মেলা চত্বরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত হলেন দুই নিরীহ শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারালেন কৃষ্ণা মুন্ডা নামে এক শ্রমিক। বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মেগলি পাড়া চা বাগান এলাকার বাসিন্দা, কৃষ্ণা মন্ডাকে মৃত বলে ঘোষণা করে। অপর শ্রমিক অজিত দাস গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মেলা চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service