2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিরোধী দলনেতার নিন্দা প্রকাশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে এবার রাজধানীতেই দুষ্কৃতিকারীদের প্রাণঘাতী হামলার শিকার হলেন রাজ্যের প্রভাতী একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। তাপস কুমার দাস নামে আক্রান্ত সাংবাদিক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতিকারীদের হাতে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার খবর পেয়ে সোমবার জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন হাসপাতালে গিয়ে বিরোধী দলনেতা আক্রান্ত সাংবাদিকের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কথা বলেন আক্রান্ত সাংবাদিক ও তার পরিবার এবং হাসপাতালের চিকিৎসকদের সাথে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আক্রান্ত সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা বলেন, সংবাদ মাধ্যমের উপর যেভাবে অনবরত আক্রমণ চলছে এগুলি বন্ধ হওয়া দরকার। যারাই আক্রমণ করছে তাদের জাত ধর্ম বর্ণ পরিচয় না দেখে, শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করার অধিকার হারায়, তাহলে আর থাকবে কি ?

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service