2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আগরতলা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী তথা এই এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চারটি কেন্দ্রের উপভোটে তিনটি আসনে দখল করে শাসকদল বিজেপি। একমাত্র আগরতলা আসনটি নিজের অনুকূলে ধরে রাখতে পেরেছেন সুদীপ রায় বর্মন। তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি রাজ্য কংগ্রেস দলের নেতা কর্মী সমর্থকরা। উপ নির্বাচনেও নিজের জয় ধরে রাখার জন্য রবিবার শ্রী রায় বর্মনকে সম্বর্ধনা জানাল বাধারঘাট ব্লক কংগ্রেস। এদিন কংগ্রেস নেতা রতন দাসের নেতৃত্বে কর্মী সমর্থকরা সুদীপ রায় বর্মনের বাড়িতে গিয়ে তার হাতে পুষ্পস্তবক দিয়ে ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান। একই সাথে আগরতলা বিধানসভা কেন্দ্রের ভোটারদেরও অভিনন্দন জানান ব্লক কংগ্রেস নেতৃত্ব। ব্লক কংগ্রেস নেতা রতন দাস এদিন বলেন রাজ্যের শাসক অনেক চেষ্টা করেছিল সুদীপ রায় বর্মনকে পরাজিত করতে। কোন কৌশলই বাদ রাখেনি তারা। শুধু তাই নয় সুদীপ রায় বর্মনকে হত্যা করারও পরিকল্পনা ছিল। কিন্তু এই বিধানসভা কেন্দ্রের সবকিছুর সঠিক জবাব দিয়ে পুনরায় সুদীপ রায় বর্মকে করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service