2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মনিপুরে ভয়াবহ ভূমিধসে শহীদ রাজ্যের আরেক জওয়ান প্রশান্ত কুমার দাস

জনতার কলম ত্রিপুরা,প্রতিনিধি, কল্যাণপুর:-
মনিপুরের গত 28 জুনের ভয়াবহ ভূমিধসে বীরগতি প্রাপ্ত হলেন কল্যাণপুরের ইন্ডিয়ান আর্মি তে কর্মরত বীর জওযান প্রশান্ত কুমার দেব। তার আদি বাড়ি কল্যাণপুরের কুচপাড়া গ্রামে হলেও তার পরিবার আগরতলার অরুন্ধুতিনগরে থাকে। প্রশান্ত এর পিতা মৃত কামাখ্যা দাস। বীর শহীদ প্রশান্ত কুমার দাস এর স্ত্রী রীনা দাস দেব আগরতলা তে পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তাদের একটি ছয় বছরের কন্যা সন্তান ও রয়েছে। তার নাম পৌষালি দাস। কল্যাণপুরে এই বীর সন্তানের খবর ছড়িয়ে পড়তেই একটা বিষাদগ্রস্থতা গোটা কল্যাণপুর কে গ্রাস করে। এই মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। কিন্তু কবে নাগাদ মৃতদেহ রাজ্যে আসবে। কিংবা মৃতদেহ কল্যাণপুর নিয়ে আসা হবে কি না তা এখনো পরিষ্কার নয়। অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল জানান তাদের কাছে এখনও সুস্পষ্ট কোন তথ্য এসে পৌছায় নি। কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত ওসি সুভরাংশু ভট্টাচাৰ্য ও একই কথা বলেন। পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হয় শনিবার মৃতদেহ আসছে না সেটার তথ্য পাওয়া গেছে। বিষয় টা আর্মি আর আসাম রাইফেলস দেখাশোনা করছে। তাদের কাছেই সুস্পষ্ট তথ্য থাকার কথা।পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে তারা ত্রিপুরা পুলিশ এর বিষয়ে বিস্তারিত তথ্য রাখে। কিন্তু এটা ভারতীয় সেনা জওয়ানের ব্যাপার। তাই তাদের কাছে বিস্তারিত তথ্য নেই।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service