2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সাংবাদিকদের দক্ষতা বিকাশ নিয়ে কর্মশালার উদ্যোগ তথ্য ও সংস্কৃতি দপ্তরের

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আগরতলার শিপারডে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ছয়দিনের দক্ষতা বৃদ্ধি কর্মশালা শুরু হতে যাচ্ছে | তিনটি পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে | 4 ও 5 জুলাই প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ফটোগ্রাফার , 11 ও 12 জুলাই বৈদ্যুতিন প্রচারমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এবং 14 ও 15 জুলাই ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে | শনিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন দফতরের অধিকর্তা রতন বিশ্বাস | তিনটি পর্যায়ে প্রায় আড়াইশো জন সংবাদ প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে |উল্লেখ্য এর আগে কখনো পৃথক পৃথকভাবে সাংবাদিকদের নিয়ে এধরনের কর্মশালার আয়োজন করা হয়নি | এদিকে আগামী 6 জুলাই দফতরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | এদিন সকাল 11 টায় রবীন্দ্র ভবনের 2 নং হলে অনুষ্ঠিত হবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর 122 তম জন্মজয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান | সন্ধ্যা ছয়টায় 1 নং হলে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান | উপস্থিত থাকবে দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পীরা |

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service