জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন,জনসমর্থন নেই, তাই নাটক মঞ্চস্থ করেছেন সুদীপ রায় বর্মণ।নির্বাচনে জেতার জন্য নিজে আক্রান্ত হওয়ার মিথ্যা নাটক সাজিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙ্গা দেখে অনুপ্রাণিত হয়েছেন সুদীপ বাবু। তাই তবে মনে রাখা উচিত, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারির কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও সুদীপ রায় বর্মনের পরাজয় নিশ্চিত হবে, এই বলে জানান সুশান্ত চৌধুরী।
সুদীপ রায় বর্মনের আক্রান্ত হওয়ার ঘটনার সাথে আমাকে বিজেপি প্রার্থী ডা: অশোক সিনহাকে জড়ানো হচ্ছে। আমাদের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা তাঁকে মারধর করেছে, এমনটা রটানো হচ্ছে। কিন্ত, ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। বরং, কংগ্রেস কর্মীরা বিজেপির প্রচার সজ্জা নষ্ট করছে এবং দলের মন্ডল সভাপতির বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছি।
বহিরাগতদের এনে বিজেপির প্রচার সজ্জা নষ্ট এবং মন্ডল সভাপতির বাড়িতে হামলার প্রস্তুতি হয়েছিল এমনটা উপলব্ধি করতে পেরেছি।
এদিন তিনি প্রশ্ন করেন, নির্বাচনী প্রচার ছাড়া গভীর রাতে সুদীপ বাবু কি উদ্দেশ্যে উজান অভয়নগর গিয়েছিলেন। বহিরাগতদের এনে নির্বাচনে অশান্তি কায়েমের চেষ্টা কেন করেছেন। সুশান্ত এদিন দাবি করেন, জনভিত্তি শূন্যের কোঠায়। তাই, বহিরাগতদের এনে প্রচার চালাচ্ছেন। সোনামুড়া, ফটিকরায়, রামচন্দ্রঘাট সহ বিভিন্ন স্থান থেকে কয়েকশ যুবকদের এনেছেন। তিনি জোর গলায় বলেন, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে একটি বুথ অফিস খুলতে পারেননি সুদীপবাবু। দলবদলের খেলায় মানুষ তাঁকে প্রত্যাখাত করেছেন। ফলে, নির্বাচনে হার নিশ্চিত বুঝে ফেলেছেন।বিজেপি কর্মীরা আহত হয়েছেন বলে তিনি নালিশ জানিয়েছেন। তাই ঘটনার তদন্তক্রমে সুষ্ঠ বিচারের দাবীতে থানায় মামলা করেছেন বলে জানান তিনি ।
রাজ্য
বহিরাগতদের এনে নির্বাচনে অশান্তি কায়েমের চেষ্টা করছেন সুদীপ: সুশান্ত
- by janatar kalam
- 2022-06-20
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this