জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিন্দি হাইয়ার সেকেন্ডারী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন কংগ্রেস ও সিপিআইএমের মিতালী এখন লুকানোর আর কিছু নেই। কিছুদিন পরে এটা আরো প্রকাশ্যে চলে আসবে। আমি আমার ভাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বলবো, কমিউনিস্টরা তোমার পরিবারের সাথে কি করেছে সেটা তুমি দেখেছো। আর আমাদের সরকার জনজাতিদের জন্য যদি কিছু করে থাকে তাহলে আসো অশোকবাবুর সঙ্গে একই মঞ্চে এসে জনজাতি ভাই বোনদের আপিল করো আমাদের সমর্থন করার জন্য। কারণ একমাত্র মোদীজি রাজ্যের জনজাতিদের জন্য তেরোশো কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন, আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম এর নামে করেছেন, বড়মুরার নাম হাতাই কতর করেছেন এবং গন্ডাছড়ার নাম গন্ডাতুইসা করেছেন। ২৩ বছর ধরে যে রিয়াং শরণার্থী সমস্যার সমাধান হচ্ছিলনা সেটাও তিনি করেছেন। তাছাড়া এদিন তিনি আয়োজিত পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় তাতে আমি নিশ্চিত আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক ফলাফল করে জয়লাভ করবে বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
কংগ্রেস ও সিপিআইএমের মিতালী এখন লুকানোর আর কিছু নেই,কিছুদিন পরে এটা আরো প্রকাশ্যে চলে আসবে : বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-06-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this