জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বি জে পি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভোট প্রচার জোরদার করে চলছেন মঙ্গলবার ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের নবোদয় সংঘ এলাকায়। এই দিন প্রচারে উনার সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার, কৃষাণ মোর্চার সভাপতি জহর সাহা, বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া ও অন্যান বি জেপি কর্মী-সমর্থকরা। এদিন বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা বাড়ি বাড়ি গিয়ে জনগনের কাছে ভোট দেওয়ার প্রার্থনা করেন। এই দিন ডক্টর মানিক সাহার সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য প্রভারী বিনোদ সোনকর বলেন বিজেপির সমর্থকেরা ডক্টর মানিক সাহা লকে নিয়ে উৎসাহের সঙ্গে ভোট প্রচার করছেন পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিজেপির দখলে ছিল এবার চারটিতই বিজেপি দল জয়লাভ করবে বলে জানান তিনি । এ দিকে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা বলেন সকাল থেকেই প্রচারে বের হয়েছেন এবং রোজ বের হচ্ছেন জনগনের বিপুল সারা পাচ্ছেন এই কেন্দ্র থেকে উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাপ্রকাশ করেন পাশাপাশি আগামী ১৭ জুন সুরমা ও যুবরাজনগরে প্রচারে যাবেন চারটি বিধান সভা উপভোটে বিজেপি জয়লাভ করবে বলে জানান তিনি।
রাজ্য
বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে পা মেলালেন রাজ্য প্রভারী বিনোদ সোনকর
- by janatar kalam
- 2022-06-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this