জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আসন্ন উপনির্বাচনে ৮ বড়দোয়ালী কেন্দ্র থেকে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, কিন্তু এর আগে তিনি রাজধানীর বিভিন্ন মন্দিরগুলোতে পরিদর্শন করেছেন এবং উপনির্বাচনে দলকে সম্মানজনক ফলাফল যেন দিতে পারেন তার কামনা করেছেন। তাছাড়া এদিন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে রাজ্যবাসী মঙ্গল কামনা করেছেন, তার পাশাপাশি উপনির্বাচনে যেন জয়ের মারজিন বাড়াতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। মন্দির পরিদর্শনের পর সুসজ্জিত বিশাল মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য চা নিগমের চেয়ারম্যান শংকর সাহা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহধর্মিনী নীতি দেবসহ প্রদেশ বিজেপি অন্যান্য নেতৃত্বরা। এদিন তিনি সংবাদমাধ্যমে মুখোমুখি হয় বলেন “টেনশন লেনে কা নেহি টেনশন দেনে কা” রাজ্যের মানুষের উপর আস্থা রয়েছে রাজ্যের মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি গণদেবতা দের কাছে যাবেন তাদের কাছে গিয়ে আশীর্বাদ চাইবেন বলে জানান। এ দিনের মিছিলে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
মন্দির পরিদর্শনের পর সুসজ্জিত মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা
- by janatar kalam
- 2022-06-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this