2024-11-16
agartala,tripura
রাজ্য

লক ডাউনের মাঝে অভিভাবকদের পাশাপাশি শিশুদেরও দেখা গেলো গড়িয়া পূজায় মেতে উঠতে

উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা, আর এই ত্রিপুরা রাজ্যে নানা জাতি উপজাতি ও বিভিন্ন ধর্মের লোকের বসবাস। আজ সেই উপজাতিদের অন্যতম উৎসব গাড়িয়া পূজা। সোমবার গাড়িয়া পূজা উপলক্ষে রাজ্যে লক ডাউনের মাঝেই আঠারোমুড়া পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা গেলো গাড়িয়া পূজার ধুম। আনন্দে মেতে উঠতে দেখা যায় ৮-৮০ থেকে সবাইকে। তবে এই মুহূর্তে তাদের অনেক অভাব অনটন থাকার সত্ত্বেও অভিভাবকদের পাশাপাশি খুদে শিশুদের ও নিজেদের সামাজিক পোশাক পরে পূজা উপলক্ষে তাদের নাচতে দেখা গেলো বাবা গড়িয়া পূজা প্রাঙ্গনে।তাছাড়া পূজা মানেই বাধছাড়া আনন্দ জাতি উপজাতিদের মিলনস্থল।লক ডাউনের ফলে যেন আনন্দে ঘাটতি না থাকে তাই নিজেদের মতো করে বাবা গড়িয়া পূজা আনন্দে মাতলেন উপজাতি অংশের মানুষরা ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service