2024-11-17
agartala,tripura
রাজ্য

সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্যকে ধমকের সুরে আকাশ ত্রিপুরা এবং দিনরাত চালু করার নির্দেশ CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে ইলেকট্রনিক্স মিডিয়ার সোসাইটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং নিউজ ভ্যানগার্ড এর কর্ণধার দেবাশীষ ভট্টাচার্য্য। এদিন নিউজ ভ্যানগার্ড এর কর্ণধার দেবাশীষ ভট্টাচার্য্য সংবাদমাধ্যমকে জানান সোমবার সকালে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ধমকের সুরে উনাকে বলেন যে আকাশ ত্রিপুরা এবং দিনরাত দুটি বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলকে অতি দ্রুত চালু করার ব্যবস্থা করতে, প্রতুত্তরে দেবাশীষ ভট্টাচার্য্য জিতেন্দ্র চৌধুরীকে জানিয়েছেন যে উনাদের হাতে এই সম্পর্কিত কোন ক্ষমতা তাদের হাতে নেই। তারপরেও জিতেন্দ্র চৌধুরী উনার জবাবের কোন প্রকার তোয়াক্কা না করে নিজ কথায় গেঁথে থাকেন, তখন নিউজ ভ্যানগার্ড এর কর্ণধার দেবাশীষ ভট্টাচার্য্য প্রত্যুত্তরে টাইমস 24 বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলের উদাহরণ দিয়ে বলেন যে টাইমস 24 এর ম্যানেজিং ডিরেক্টর অচিন্ত্য ভূঁইয়া ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি সাধারণ সম্পাদক যদি তাদের হাতে এই ক্ষমতাটুকু থাকতো তাহলে টাইমস 24 চ্যানেল আগে শুরু হতো, কিন্তু তা হয়নি তার মানে এটা প্রমাণিত করে যে এ ধরনের কোনো ক্ষমতা তাদের হাতে নেই। তা সত্ত্বেও জিতেন্দ্র চৌধুরী মানতে নারাজ তবুও তিনি বলেন যে নিউজ ভ্যানগার্ড এর কর্ণধার দেবাশীষ ভট্টাচার্য্য এবং আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার নাকি তথ্য সংস্কৃতি দপ্তর পরিচালনা করেন, তার প্রতুত্তরে দেবাশীষ ভট্টাচার্য্য উনাকে জানিয়েছেন যে তথ্য সংস্কৃতি দপ্তর পরিচালনা করার উনি কে? উনার কোন ক্ষমতা নেই, তাছাড়া তথ্য সংস্কৃতি দপ্তরের কোন কমিটিতে উনার নাম নেই বলে জানান। সুতরাং বলা চলে রাজ্যে শাসক দলের উন্নয়ন মূলক কার্যকলাপ এবং সাংবাদিকদের সাথে বর্তমান রাজ্য সরকারের যে ভাতৃত্ববোধ বজায় রয়েছে তা দেখে বিরোধীদলগুলো ঘাবড়ে গেছে, তার জন্যই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর এ ধরনের আচরণ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service